প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ণ
অবৈধ অনুপ্রবেশ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর অবৈধ অনুপ্রবেশ থেমে নেই।বিভিন্ন সময় ভারত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটে থাকে বাংলাদেশে। এসব অবৈধ অনুপ্রবেশ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত হয় এই বিশেষ সভা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, ৬০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আশিক হাসান মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ। সভায় বক্তারা বলেন, বিভিন্ন সময় ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। সেই সাথে বিভিন্ন পরিবহন সেক্টরে সচেতনতা অবলম্বনের পাশাপাশি সীমান্ত এলাকার জনসাধারণকে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ বিষয়ে সচেতন করার জন্য মাইকিংসহ বিভিন্ন প্রচার-প্রাচারণার সিদ্ধান্ত গৃহিত হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com