অসহায়কে চৌদ্দগ্রাম গণ অধিকারের ভ্যান গাড়ি উপহার

প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে জনতার অধিকার- আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে গণ অধিকার পরিষদ ঘোলপাশা ইউনিয়ন নব-গঠিত কমিটির সংবর্ধনা ও দরিদ্র পরিবারকে ভ্যানগাড়ি উপহার দেওয়া হয়।
শনিবার (১৫ জানুয়ারি) বিকালে ঘোলপাশা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম রিপন।
চৌদ্দগ্রাম উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এন এইচ রাসেল বাঙালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখা সভাপতি ফয়েজ উল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম ফরিদ আমিন, ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, কুমিল্লা দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি এমএইচ তামজিদ, ঘোলপাশা ইউনিয়ন গণধিকার পরিষদের আহ্বায়ক মীর হোসেন, সদস্য সচিব রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে ঘোলপাশা ইউনিয়নের গোরাগরা গ্রামের অসহায় জসিম উদ্দিনকে গণ অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার পক্ষ থেকে একটি ভ্যান গাড়ি উপহার দেওয়া হয়।