অ্যাডভোকেট এম এ মতিনের ২০তম মৃত্যুবার্ষিকী সোমবার

প্রতিনিধি।।
বিশিষ্ট সমবায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট এম এ মতিনের ২০তম মৃত্যুবার্ষিকী ৪ জুলাই সোমবার । মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরীর ইউসুফ স্কুল সড়কস্থ বাসভবনে দিনব্যাপী কোরআনখানি এবং বাদ এশা দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থেকে তার আত্মার মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে ছেলে লেখক, সংগঠক আহসানুল কবীর সকল আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য- এম এ মতিন দীর্ঘদিন কুমিল্লা জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি গণফোরামে যোগদান করেন। গণফোরাম কুমিল্লা জেলা কমিটির প্রথমে সাধারণ সম্পাদক ও পরে সভাপতি নির্বাচিত হন। তিনি গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এম এ মতিন দীর্ঘদিন লাকসাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লি. ও বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ইউনিয়নের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে দেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে রাষ্ট্রপতি পদক লাভ করেন।