প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৪, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ
আগামী ১৬ নভেম্বর কুমিল্লায় লালন উৎসব
প্রতিবেদক।।
আগামী ১৬ নভেম্বর কুমিল্লায় লালন উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল কান্দির পাড় যুব ইউনিয়ন কার্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
লালন স্মরণ উৎসব উদযাপন পর্ষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইস্টার্ন মেডিকেল কলেজের পরিচালক ড. শাহ মোঃ সেলিম।
উদযাপন পর্ষদের সমন্বয়ক রতন ভৌমিক প্রণয়ের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা আবদুর রাজ্জাক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা জসিম উদ্দিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সহ সভাপতি আবুল কাশেম, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শেখ আবদুল মান্নান, বিএনপি নেতা মোজাহিদুল ইসলাম, জেএসসি নেতা অধ্যাপক রুহুল আমিন বকুল, সাংবাদিক বাহার রায়হান প্রমুখ।
সভায় আগামী ১৬ নভেম্বর শনিবার কুমিল্লা টাউন হল মাঠে লালন উৎসব পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
উৎসবে 'মরমী দ্রোহে লালন' এ শ্লোগানকে ধারণ করে আলোচনা পর্ব ও লালন গীত পরিবেশন করা হবে জানানো হয়। সভার শেষ পর্যায়ে ৭১ সদস্যের লালন স্মরণ উৎসব উদযাপন পর্ষদের নাম ঘোষণা করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com