আগুনে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, মৃত্যু শয্যায় দুই মেয়ে

 

অফিস রিপোর্টার।।

অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল মতিন ও স্ত্রী আয়শা আক্তার ময়নার। আব্দুল মতিন চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তাদের দুই মেয়ে মাইশা আক্তার ও আয়শা আক্তার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থাও আশংকাজনক। তাদের পরিবারের একমাত্র ছেলে হাফেজ ওয়ালিদ মাদ্রাসায় ছিল বলে অক্ষত আছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় অটোবাইকের চার্জার মেশিন বিস্ফোরিত হয়ে ঢাকার কামরাঙ্গীরচর আব্দুল মতিনের শ্বশুর বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

 

আব্দুল মতিনের স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় দুইটি অটোবাইক চার্জারের মেশিন চার্জরত অবস্থায় বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার পর আব্দুল মতিনের শ্বশুর বাড়ির লোকজন, আব্দুল মতিন, তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না, মেয়ে মাইশা ও আয়শাকে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না, শনিবার সকালে আব্দুল মতিন মারা যান। চিকিৎসাধীন দুই মেয়ে আয়শা ও মাইশার অবস্থাও আশংকাজনক।