প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২২, ৯:৩৭ অপরাহ্ণ
আমাদের মানবিক মানুষ হতে হবে—প্রফেসর মো. জামাল নাছের
আবু সুফিয়ান রাসেল।।
মানুষ সৃষ্টির সেরা জীব, তার চিহৃ রাখতে হবে। আমাদের মানবিক মানুষ হতে হবে। শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। আগামী দিনে যে বৈপ্লবিক পরিবর্তন আসতেছে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে রোভারিং করতে হবে। স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। কুমিল্লা শিক্ষাবোর্ড রোভারের যে কোন প্রয়োজনে হাত প্রসারিত করবে। গতকাল মঙ্গলবার জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কশপে এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সহ সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন রোভার কমিশনার, কুমিল্লা জেলা রোভার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল আলম।
জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কশপে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক রোভার অংশ গ্রহণ করেন।
ভিক্টোরিয়া কলেজ থেকে অংশ গ্রহণ করেন রোভার তুহিন মিয়া, দেলোয়ার হোসাইন, সাইদুল হক,
নাজমুস সাকিব বিন মোস্তফা, সাজ্জাদ হোসাইন,
গার্লস-ইন রোভার মোসা. রাবেয়া আক্তার, শামসুননাহার, জান্নাতুল ফেরদৌস, রোজিনা আক্তার, নিপা ইসলাম।
প্রসঙ্গত, রোভার স্কাউট স্বেচ্ছাসেবামূলক সংগঠন।
রোভারিং হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজ উন্নয়ন ও সেবার লক্ষ্যে আজীবন আত্মনিয়োগ। রোভারিং এমন একটি অভিজ্ঞতা যার মাধ্যমে সে সুনাগরিকত্ব অর্জন করে সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক কাজে অংশ নেয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com