আমার ভোট কৈ !
আরো পড়ুন:
আমোদ প্রতিনিধি।।
স্বামী মোসলেমকে নিয়ে সোমবার বেলা ১২ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। কেন্দ্রে ১২টি মহিলা বুথ। এক নম্বর বুথে তার ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট দেয়া হয়ে গেছে। তখনই কেন্দ্রে শুরু করেন চেচামেচি।
ছালেহা বেগম বলেন, আমার ভোট কৈ? ভোট দিল কে? আমি ভোট দিয়েই বাড়ি যাব।
প্রিজাইডিং অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, প্রতিটি প্রার্থীর এজেন্ট ঐ মহিলার নামের পাশে টিক চিহ্ন দেয়া হয়েছে। মহিলাদের নেকাব না খোলার কারণে এ ভুলটি হয়েছে। হয়তো তার ভোটটি কেউ দিয়ে চলে গেছে। আমরা তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি।