আমোদ উপদেষ্টা সম্পাদক শামসুননাহার রাব্বীর শোকসভা অনুষ্ঠিত

একজন মহিলা রান্নার কাজ করতেন,সন্তানদের যত্ন নিতেন, ঘর গুছাতেন,পত্রিকার জন্য লিখতেন এর মাঝে আবার যেতেন মাঠ পর্যায়ে। এই পরিশ্রমী সাংবাদিক শামসুননাহার রাব্বী। তার আদর্শ ও পরিশ্রম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারে। সাপ্তাহিক আমোদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক শামসুননাহার রাব্বীর শোকসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
মঙ্গলবার বিকালে পুরাতন চৌধুরীপাড়ার একটি মিলনায়তনে আয়োজিত এই শোকসভা ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করে রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সদস্যরা। রাইজিং জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, সংগঠনের নির্বাহী সদস্য মাহফুজ নান্টু, আবদুর রহমান, তৈয়বুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেল, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন আকাশ, সাধারণ সদস্য আবদুল্লাহ আল মারুফ, জহিরুল ইসলাম মাহির ও ইলিয়াস হোসাইন প্রমুখ।