আলাউদ্দিন জেহাদীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুমিল্লায় মানববন্ধন

 

সংবাদ বিজ্ঞপ্তি।।
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ:) কে নিয়ে কটুক্তিকারি আটরশীর খাদেম আলাউদ্দিন জেহাদীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা যুব উলামা পরিষদের উদ্যোগে নগরীর টাউন হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মুফতী শরীফ আহমাদ আশরাফী ও মাওলানা খালেদ সাইফুল্লাহর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র মুফতী নাজমুল হাসান, সমন্বয়কারী মুফতী ইলিয়াস রাজাপুরী, যুগ্ম সমন্বয়কারী হাফেজ মাওলানা ত্বলহা, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা জাবেদুল ইসলাম, মাওলানা নাজির আহমাদ ফাহিম, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা মোশারফ হোসেন আরশাদী মাওলানা আলী আকবার, মাওলানা তানিমুদ্দীন, মাওলানা ইসমাঈল বিন ফারুকসহ প্রমুখ নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে যার সুখ্যাতি রয়েছে, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ গর্বিত, যার মৃত্যুতে সারা দেশের ইসলাম প্রিয় জনতা শোকাহত। এমন একজন রত্নতুল্য মহামনীষীকে নিয়ে যেভাবে কটুক্তি করা হয়েছে, তা বাংলাদেশে ইতোপূর্বে নজিরবিহীন। আমরা এমন শিষ্টাচার বহির্ভূত কটুক্তিরকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই, যদি এর ব্যত্যয় ঘটে, অথবা বিচারের নামে কোন ধরনের প্রহসন করা হয়, তাহলে এর পরিনতি হবে ভয়াবহ।