প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২১, ৯:৫৯ অপরাহ্ণ
আষাঢ় …….মোঃ রাশেদ আলম
আষাঢ়ের কোলে প্রকৃতি হাসে,
নীল নবঘনে কালি মাখা মেঘ,
আঁধার ঘনিয়ে এসেছে ধরায়।
রাখালিরা কাস্তেজে তৃণভোজী
গর্জনে হাটতেছে তরি গড়ি।
বাদলা হাওয়ার শীতল পরশ,
রাখালিরা হাটতেছে পশু পাল
নিয়ে আপন নীরালায়।
আউশের ক্ষেতের ফসলগুলি,
উদ্বেল হাওয়ায় করে কানাকানি।
গর্জনে বর্ষিবে বৃষ্টি,
ধুয়ে দিবে প্রকৃতির পাদধুলা।
আলো আঁধারে নিস্তব্ধ প্রকৃতি,
পাখিগুলো উড়ে যায় বহুদূর।
মাটি ছোঁয়া সবুজের হাতছানি,
বিদ্রোহী আষাড়কে করতেছে
জয়োধ্বনি।
কালি মাখা মেঘ ও পারে আঁধার
ওরে তোরা চলে আয় তীরে,
চারদিক আসছে ঘিরে।
ওরে তোরা করিস না হেলা এ বেলা,
ও পারে কালো মেঘ করছে খেলা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com