প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ
এমকে আনোয়ার দম্পতির মৃত্যুবার্ষিকী পালিত
প্রতিনিধি
কুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা -০২, হোমনা-মেঘনা ও হোমনা-তিতাস আসনের সাবেক সংসদ সদস্য এমকে আনোয়ারের পঞ্চম ও তার স্ত্রী মাহমুদা আনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার তার হোমনা সদর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আনোয়ার দম্পতির পরিবারের পক্ষ থেকে জ্যেষ্ঠ পুত্র মাহমুদ আনোয়ার কাইজার এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে হোমনা, তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এর আগে তিনি পরিবার, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার দম্পতির জ্যেষ্ঠ পুত্র মাহমুদ আনোয়ার কাইজার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক জহর, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি আলমগীর হোসেন সরকারসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com