এস এন ইউসুফের পিতার দাফন সম্পন্ন

অফিস রিপোর্টার।।
সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সাবেক পিএ এস এন ইউসুফের পিতা মো. বজলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলার ছেওরিয়া পূর্ব পাড়া গ্রামে বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

মরহুমের জানাজা গতকাল বুধবার সকাল ১০টায় সময় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এদিকে ফজলুর রহমানের মৃত্যুতে মুজিবুল হক মুজিব এমপি ও তার সহধর্মিণী হনুফা আক্তার রিক্তা,চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস ছোবহান ভূইয়া হাসান, পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার,কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।