কবে নির্মাণ হবে ধর্মসাগরপাড়ের ওয়াকওয়ে?

 

inside post

অফিস রিপোর্টার।।
৫বছর আগে থেকে আলোচনা চলছে কুমিল্লা নগরীর ধর্মসাগর দিঘির চারপাড়ে ওয়াকওয়ে নির্মিত হবে। তবে এই সময়ে তিনজন মেয়র বদল হলেও তা বাস্তবায়নের খবর নেই। নগরবাসী নগরীর ফুসফুস খ্যাত ধর্মসাগর দিঘিরপড়ে দ্রুত ওয়াকওয়ে নির্মাণসহ সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়েছেন।
স্থানীয় ও গবেষকদের সূত্র জানায়,ধর্মসাগর কুমিল্লা নগরীর একটি প্রাচীন দিঘি। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত দিঘিটির আয়তন ২৩.১৮ একর। ত্রিপুরার রাজা প্রথম ধর্মমাণিক্য ১৪৫৮ সালে দিঘিটি খনন করেন। কুমিল্লার সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্ম সাগরের প্রায় পৌনে ছয়শ বছরের ইতিহাস। নগরীর কর্মময় জীবনে হাঁপিয়ে ওঠা মানুষ একটু স্বস্তির জন্য এখানে ছুটে আসেন। স্বাস্থ্য সচেতন লোকজন সকালে ও সন্ধ্যায় ধর্মসাগরের পশ্চিমপাড়ে হেঁটে বেড়ান নির্মল বায়ুর প্রত্যাশায়। এটির পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জিলা স্কুল, উত্তরে নগর উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয়। উত্তর কোণে রানীর কুঠির। পশ্চিম পাড়ে বসার ব্যবস্থা রয়েছে। স্থানীয়রা ছাড়া অন্য জেলার লোকজনও দিঘিটি দেখতে আসেন। দিঘিরপাড়ের বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। কান পাতলে শোনা যায় পাখির কলরব। উত্তর পাড়ে দাঁড়ালে দিঘির পানি ছুঁয়ে আসার ¯িœগ্ধ বাতাস দেহমনে ভালো লাগা দোলা দিয়ে যায়।
নগরীর বাসিন্দা অ্যাডভোকেট আবদুল আজিজ মাসুদ বলেন, ধর্মসাগরের পশ্চিমপাড়ের মতো বাকি তিন পাড়েও ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিলো। কিন্তু সেটি আলোর মুখ দেখছে না। নগরবাসীর চিত্ত বিনোদনের একমাত্র স্থানটির সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন ।
প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক বলেন, নগরবাসীর ধর্মসাগরের পশ্চিম পাড়ে সকালে ও সন্ধ্যায় হাঁটতে আসেন। দিঘির বাতি তিনদিকেও হাঁটার ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া পানিতে ময়লা ফেলা ও পরিবেশ দূষণ ঠেকাতে নজরদারি প্রয়োজন।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন চিশতী বলেন, ধর্মসাগরপাড়ের সৌন্দর্য বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। ধর্মসাগর দিঘির চারদিকে হাঁটার জন্য ওয়াকওয়ে করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সাথে সৌন্দর্য বর্ধনে গাছ লাগানো হবে। এর সাথে সংশ্লিষ্টদের সাথে সভা শেষে কাজ শুরু করা হবে। জাইকার একটি প্রকল্পের মাধ্যমে ৪৮ কোটি টাকা ব্যয়ে কাজটি সম্পন্ন হতে পারে। আশা করছি ঈদ-উল-আযহার পরে টেন্ডার আহবান করা হবে।

আরো পড়ুন