কাউন্সিলর সোহেলসহ দুইজন হত্যায় মামলা হয়নি, আটক নেই

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ দুইজন হত্যার ঘটনায় মামলা হয়নি। কেউ আটক হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

তিনি জানান,এই পর্যন্ত নিহতের স্বজনরা অভিযোগপত্র জমা দেননি। তবে আমরা অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এদিকে আমরা কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। ধারণা করছি এগুলো হত্যাকারীদের ফেলে যাওয়া অস্ত্র।
উল্লেখ্য- সোমবার নগরীর পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলর কার্যালয়ে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। এতে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা মারা যান। গুলিবিদ্ধ হন আরও ৫ জন।