কাভাডভ্যান চাপায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় কাভাডভ্যান চাপায় কাজী শামিম আকবর (৩০) নামে স্বেচ্ছাসেক দলের এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শুক্রবার মহাসড়কের উপজেলার চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী শামিম আকবর চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক। তিনি একই ইউনিয়নের কোমারডোগা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। আহত শাহ আলম একই এলাকার এনামুল হকের ছেলে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হুদা জানান, শামিম ও এনামুল মোটর সাইকেল যোগে কুমিল্লা যায়। বাড়ি ফেরার পথে সদর দক্ষিণের চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় একটি কাভাডভ্যান তাদের চাপা দেয়। এতে দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাপতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শামিমকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।