প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৩, ৪:২২ অপরাহ্ণ
কিশোরীদের সুরের মূর্ছনায় মুগ্ধ দর্শক
মাহফুজ নান্টু।
কুমিল্লা নজরুল ইন্সটিটিউটের মিলনায়তন থেকে সুরের মূর্ছনা ছড়িয়ে পড়লো। কিশোরীরা গিটার বাজিয়ে গান পরিবেশন করেছেন। দর্শকরা মুগ্ধ হয়ে শুনছেন।
শুক্রবার সন্ধ্যায় মিনহাজ আহমেদ মিউজিক্যাল ইভিনিং নামের একটি অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা গেলো।
শিক্ষক মিনহাজ আহমেদ তাদের গিটার বাজানো শিখিয়েছেন। সেই শিক্ষকের সামনে সুরে সুরে গান পরিবেশন করে আগামীর বার্তা দিলেন ছোট কন্যারা।
উপস্থাপিকা চৌধুরী মারিয়া হাশমি টুম্পা জানালেন মাত্র দশ বা বারো বছর বয়সি এই মেয়েরা গিটার বাজানো শিখেছে। শুধু গিটার নয়, তারা গানও শিখেছে। আজ তারা মঞ্চে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে।
মঞ্চে গিটার বাজিয়ে গান পরিবেশন করেছে আরিয়া আরিশা অথৈ গুনগুন। তাদের সাথে ঠোঁট মিলিয়েছন উপস্থিত দর্শকরা।
তার আগে উপস্থাপিকা চৌধুরী মারিয়া হাশমি টুম্পার ডাকে মঞ্চে এসে একক ও যৌথভাবে গান পরিবেশন করেছেন আদি, নিধি, নাভা, ঐশি, সুস্মিতা,প্রিয়া, রাজিব, রাকিব, সুদর্শন, শুভ, পার্থ, পথিক, নাজমুলসহ অন্যরা।
শিশুদের গিটার বাজিয়ে গান পরিবেশনের আয়োজক কাজী সাজেদা হক ও শাহিদা আক্তার পপি জানান, শিশুদের উৎসাহ দিতেই এমন আয়োজন করেছেন। কোমলমতি শিশুদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠার জন্য গান কবিতা আবৃত্তি কিংবা গিটার শেখা খুবই প্রয়োজন। আমরা সে চেষ্টা করেছি মাত্র।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com