প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৪, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ
কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
প্রতিনিধি।।
মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্ব ব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী - এ প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল কুমিল্লায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুমিল্লা জেলা কমিটি আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ, কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি মোঃ শফিকুর রহমান মিয়া। তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন
বক্তব্য রাখেন সংগঠের সিনিয়র সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক জেলা কালচারাল অফিসার বশীর উল আনোয়ার ও পিটিআই এর সাবেক সুপারিন্টেন্ডেন্ট হারুনুর রশিদ।
ধন্যবাদ জানান প্রবীণ হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক জোস্না আক্তার। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য মোঃ নুরুল ইসলাম।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com