প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ
কুমিল্লায় কভ্যার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক হেলপার নিহত
প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভ্যার্ড ভ্যানের পেছনে ট্রাক ধাক্কা দিয়েছে,এতে ট্রাকে থাকা দুজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা দুইজন ট্রাকের চালক ও হেলপার। শনিবার (১৫ জুন) সকাল সোয়া ৮টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার।
জানা গেছে, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটা কার্ভাড ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ট্রাকে থাকা দুইজন ঘটনাস্থলে মারা যান।
ওসি মো. ইকবাল বাহার জানান, চট্টগ্রামমুখী একটি লিচুবাহী ট্রাকটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান ও লিচুবাহী ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। এই ঘটনায় ট্রাকে ভিতরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান।প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহত দুইজন ট্রাক চালক ও তার সহযোগী।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com