কুমিল্লার কৃতী সন্তান শিব নারায়ণ দাশকে স্মরণ

 

জাতীয় পতাকার অন্যতম রূপকার সদ্য প্রয়াত সাবেক ছাত্র নেতা স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বিকেল ৪ টায় জাতীয় প্রেসক্লাব আবদুস সালাম মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সুপ্রিমকোর্ট র অন্যতম জেষ্ঠ প্রখ্যাত আইনজীবী সাবেক জাসদ নেতা জেড আই খান পান্নার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলমত নির্বিশেষে  কুমিল্লার কৃতী সন্তান শিব নারায়ণ দাশের রাজনৈতিক সহযোদ্ধা শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা বক্তব্য রাখেন। এতে বক্তারা, স্বাধীনতার চেতনা ও অর্জনকে অর্থবহ করে তুলতে লুটেরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হবার আহ্বান জানান।-প্রেস বিজ্ঞপ্তি।