কুমিল্লার সাকিব টিআইবি’র ইয়েস গ্রুপের প্রতিনিধি নির্বাচিত
আরো পড়ুন:
আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লার নাজমুস সাকিব (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) টিআইবি’র ইয়েস গ্রুপের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সারাদেশে ৪৫টি সচেতন নাগরিক কমিটি (সনাক) পরিবার থেকে ১৩ জন টিআইবি’র সাধারণ পর্ষদে ইয়েস গ্রুপের প্রতিনিধি নির্বাচনে অংশ গ্রহণ করেন। গত ২১ নভেম্বর সর্বাধিক ভোট পেয়ে সর্বাধিক ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার ইয়েস গ্রুপের মাসিক সভায় নাজমুস সাকিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সনাক কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম সেফালির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতিনিখিল চন্দ্র রায়, আইরিন মুক্তা অধিকারী, সনাক সদস্য বদরুল হুদা জেনু, আলহাজ্ব শাহ মো. আলমগীর খান, মোহা. আনিসুর রহমান আখন্দ, ডা. মৃনাল কান্দি ঢালি, সনাক এরিয়া কো-অর্ডিনেটর প্রবীর কুমার দত্ত, ইয়েস গ্রুপের দলনেতা সুদীপ্ত আচার্য্য প্রমুখ।
নাজমুস সাকিব বিন মোস্তফা বলেন, কুমিল্লা সনাক, স্বজন ও ইয়েস গ্রুপের সকল সদস্যবৃন্দ সার্বিক ভাবে আমাকে সহযোগীতা করেছেন। নির্বাচনে আমার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশের সনাক শাখার সহযোগীতা চাই।
সনাক কুমিল্লা সভাপতি রোকেয়া বেগম সেফালি বলেন, এ অর্জন কুমিল্লার। আমাদের সনাক পরিবার টিআইবির নিয়মানুযায়ী এগিয়ে যাচ্ছে। কাজের ক্ষেত্রে নিজেদের জানান দিচ্ছে। সাকিবকে অভিনন্দন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ ডিসেম্বর নাজমুস সাকিব বিন মোস্তফা ইয়েস গ্রুপে যোগদান করেন। তিনি ইয়েস গ্রুপ কুমিল্লার সহ দলনেতা, রোভার স্কাউট, প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।