কুমিল্লায় আরও ৪৮ জন করোনা শনাক্ত, সুস্থ ৪৪

 

আমোদ ডেস্ক।।

কুমিল্লায় নতুন করে ৪৮জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৫৪০জনের। কুমিল্লা সিটি করপোরেশনে ১৮ ও দেবিদ্বারে ১৬জনসহ এদিনে সুস্থ হয়েছেন ৪৪জন। মোট সুস্থ হয়েছেন চার হাজার ৯৬২জন। শনিবার কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের ১৫জন, চৌদ্দগ্রাম ও হোমনার পাঁচজন করে, নাঙ্গলকোট, দাউদকান্দি, মনোহরগঞ্জ, মেঘনা, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার একজন করে, লাকসাম ও চান্দিনার চারজন করে, বরুড়ার সাতজন ও দেবিদ্বারের দুইজন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চৌদ্দগ্রামের ৯০ বছর বয়সী এক মৃত নারীর ফল পজিটিভ এসেছে। জেলায় মোট মারা গেছেন ১৬৩জন।

জেলায় ৩০ হাজার ১৭৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বমোট ফল এসেছে ২৯হাজার ৫১৬টি নমুনার।