কুমিল্লায় করোনায় আক্রান্ত ৭১ জন

 

আমোদ ডেস্ক।।

কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৭১জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯৩৮ জনে দাঁড়াল। গত ২৪ ঘন্টায় ৫৫জন সুস্থ হয়েছে। কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য জানান।

 

কুমিল্লা জেলা সদরসহ জেলার অন্যান্য উপজেলা গুলো থেকে এ পর্যন্ত ২৭হাজার ৮৩৫ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ২৬.৭৮৩ জনের। সোমবার নতুন করে আক্রান্ত হয় কুমিল্লা নগরীর ৪০ জন, চৌদ্দগ্রামে চারজন,আদর্শ সদরে, লালমাই ও ব্রাক্ষণপাড়ায় একজন করে,লাকসামে পাঁচজন, মনোরহরগঞ্জ তিনজন, বরুড়ায় ও নাঙ্গলকোটে আটজন করে শনাক্ত হয়েছে।

 

এ দিন কুমিল্লা নগরীতে ৩৪জন,চান্দিনায় তিনজন ও নাঙ্গলকোটে ১৮ জনসহ ৫৫জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে চার হাজার ৪৬৯ জন। আর এ দিন কুমিল্লা নগরীতে একজন মারা যায়। এ পর্যন্ত মোট মারা গেছে ১৫১জন।