কুমিল্লায় করোনা আক্রান্ত ৫০জন,সুস্থ ৫১জন

 

আমোদ রিপোর্টার

 

কুমিল্লা নগরীতে ১১ জনসহ মঙ্গলবার কুমিল্লায় নতুন করে ৫০জন করোনায় আক্রান্ত হয়েছে।। কুমিল্লা নগরীতে ২১জনসহ এ দিন কুমিল্লা জেলায় মোট সুস্থ হয়েছে ৫১ জন।

 

এ পর্যন্ত ২২ হাজার ৩২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৩০ জনের। রিপোর্ট প্রাপ্তদের মধ্যে করোনার পজিটিভ চার হাজার ৬১৫ জন। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার করোনা পজিটিভদের মধ্যে রয়েছে কুমিল্লা নগরীতে ১১জন,লাকসাম ও চান্দিনায় চারজন করে,চৌদ্দগ্রাম, বরুড়া ও বুড়িচংয়ে পাঁচজন করে, দেবিদ্বারে নয়জন, মুরাদনগর তিনজন, মনোহরগঞ্জ দুইজন, লালমাই ও আদর্শ সদরে একজন করে। কুমিল্লা নগরীতে ২১জনসহ এ দিন কুমিল্লা জেলায় মোট সুস্থ হয়েছে ৫১ জন। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৯০ জনে। এ দিন একজনসহ জেলায় এ পর্যন্ত মোট মারা গেছে ১২৩ জন।