কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীদের মধ্যে আতঙ্ক

 

অফিস প্রতিনিধি।।
কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকের প্ল্যাটফর্ম থেকে কিছুটা দক্ষিণে ধর্মপুর-স্টেশন বাইপাস রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘণ্টা পর কুমিল্লা স্টেশনে প্রবেশ করে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। ৪ টা ১৮ মিনিটের দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েকজন কিশোর ট্রেনকে উদ্দেশ্য করে পাথর ছুঁড়তে থাকে। এর মধ্যে কিছু পাথর ট্রেনে আঘাত করলেও কারও গায়ে না পড়ায় যাত্রীরা রক্ষা পায়। তবে এ ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, ট্রেনে পাথর নিক্ষেপ হয়েছে এমন সংবাদ পাওয়ার সাথে সাথে প্ল্যাটফর্মে ছুটে যাই। কিন্তু কাউকে খুঁজে পাইনি। অপরাধীদের ধরার চেষ্টা করছি।