কুমিল্লায় চিতা বিড়ালকে বাঘ শাবক বলে বিক্রি!

অফিস রিপোর্ট।

কুমিল্লায় চিতা বিড়ালকে বাঘ শাবক বলে বিক্রির চেষ্টা করা হয়েছে। এসময় ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট দুই কিশোরকে আটক করে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম। তিনি বলেন,একটি চক্র অনলাইনে বাঘ শাবক বিক্রি হবে বলে পোস্ট দেয়। ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ক্রেতা সেজে বৃহস্পতিবার তাদের আটক করে। বন্য প্রাণী বিক্রি দণ্ডনীয় অপরাধ। তার উপরে তারা চিতা বিড়ালকে বাঘ শাবক বলে বিক্রির চেষ্টা করেছে। তারা কিশোর হওয়ায় সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। চিতা বিড়াল দুইটি গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে।