কুমিল্লায় জাতীয় শোক দিবস পালিত

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার নগরীর শিশুপার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন, কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দীন বাহার, সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, জেলা পরিষদের মো. আবু তাহের প্রমুখ। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে নগরীর রাম ঘাটলা দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক মুজিব এমপি। বক্তব্য রাখেন সাবেক এমপি জোবেদা খাতুন পারুল ও মহানগর আওয়ামী লীগ নেতা নূর-উর- রহমান মাহমুদ তানিম প্রমুখ।

অপরদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার সভাপতিত্বে নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান। বিশেষ অতিথি ছিলেন,আওয়ামী লীগ নেতা সফিক শিকদার,অ্যাডভোকেট গোলাম ফারুক, অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন ও এফবিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান।