কুমিল্লায় ট্রাক্টরের চাপায় বৃদ্ধার মৃত্যু

অফিস রিপোর্ট।

মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম রাবেয়া খাতুন (৫৮)। বিকেল সাড়ে চারটায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার উখাড়ী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি উখাড়ী গ্রামের আবদুল বারেক ভূইয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কিভাবে এ দূর্ঘটনা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারি নি। ঘাতক চালক পালিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে একটি মাটি বহণকারী ট্রাক্টর বেপোরোয়া গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে ওই নারীকে চাপা দেয়। এত ট্রাক্টরটি সড়কের পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত বৃদ্ধাকে হাসপাতালে নেয়ার পর মারা যান।