কুমিল্লায় ট্রাক -অটোরিকশা সংঘর্ষে দুই নারী নিহত আহত ৩

 

 

 

আমোদ প্রতিনিধি ।।

ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে দুই নারী নিহত হওয়েছে। এছাড়াও শিশুসহ ৩ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার কমলপুর গ্রামের তাসলিমা আক্তার (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার শাহাপুর এলাকার গৃহিনী মমতাজ আক্তার (২২)।

বিষয়টি নিশ্চিত করেছে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশীষ চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা শহরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ নারী মারা যায়। ধুমড়ে মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশাটি।

এ ঘটনায় আহতদের মধ্যে লাইজু আক্তার( ৩৫), একজন শিশু ও অজ্ঞাত একজন রয়েছেন একজন।

দূর্ঘটনার পর পুত্রবধূর লাশ দেখতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন শ্বশুর ওহিদুর রহমান।

তিনি বলেন, সহালে আমার মাইয়া লাইজু ও আমার পুতের বউ ডাক্তর দেহানের লাইগ্গা কুমিল্লা যাইতেছিলো। পরে হুনি আমার পুতের বউডা মইরা গেছে মাইয়াডা হাসপতালে।

ওসি দেবাশীষ চৌধুরী জানান, ট্রাকটি স্থানীয়রা আটক করেছে। মরদেহগুলো মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।