কুমিল্লায় ট্রাক চাপায় অটো রিকশা যাত্রী নিহত

 

আমোদ প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বারে মালবাহী ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন। শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কোটনা গ্রামের আবু তাহের (৭০) ও তার স্ত্রী জোবেদা খাতুন (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে কালিকাপুর কোল্ড স্টোরেজের পাশের রাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কে উঠতেই মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে। এতে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। অন্য যাত্রীরা গুরুতর আহত হয়। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।