কুমিল্লায় বরকত উল্লাহ বুলুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষাভ

 

আমোদ প্রতিনিধি।।

কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও বনানীসহ সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষাভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। রবিবার বিকালে মিছিলটি নগরীর রামঘাট এলাকা থেকে শুরু হয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর- রশিদ ইয়াছিন। এসময় দক্ষিণ জেলা বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,মহানগর বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন,মাহাবুব চৌধুরী,সারোয়ার জাহান দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য- শনিবার বিকালে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে বরকত উল্লাহ বুলুর গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তিনি মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে নেমে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চা খাচ্ছিলেন। এসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার ওপর হামলা করে। এতে বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকিসহ ৬জন আহত হন। হামলায় বুলুর মাথা ফেটে গেছে। তার স্ত্রীর হাত ভেঙে গেছে।