প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ১০:২৬ অপরাহ্ণ
কুমিল্লায় সিইসির মতবিনিময় সভায় উত্তেজনা
আমোদ প্রতিনিধি।।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের প্রার্থীদের মতবিনিময় সভায় এক মেয়র প্রার্থীর বক্তব্যের সময় উত্তেজনা সৃষ্টি হয়। রবিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।
দেখা যায়, কথা বলতে দাঁড়ান স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এসময় তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও পূর্বের নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করলে পেছন থেকে আওয়ামী লীগ পন্থী কয়েকজন কাউন্সিলর উত্তেজিত হয়ে উঠেন। তারা এই স্বতন্ত্র প্রার্থীকে উদ্দ্যেশ্য করে কথা বলতে থাকে।
এতে পুরো অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাউন্সিলররা আসন ছেড়ে উঠে দাঁড়ান। পরে জেলা প্রশাসক কামরুল হাসান উত্তেজিত প্রার্থীদের শান্ত করেন।
এরপর আবার বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com