কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন
আমোদ প্রতিনিধি।।
আরো পড়ুন:
কুমিল্লার বরুড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আদ্রা ইউনিয়নের নরিন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগামী ২৮ নভেম্বর বরুড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী রকিবুল হাসান লিমনের নির্বাচনী অফিসে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে অফিসটি ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী রকিবুল হাসান জানান, আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবহিত করি।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।