কুমিল্লায় ৪৯ জনের করোনা সনাক্ত, সুস্থ ২১

 

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় নতুন করে ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন চার হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে। এদিকে করোনা জয় করে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ২১ জন। এনিয়ে জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৩ জন। নতুন করে সুস্থ হয়েছেন দেবিদ্বারে ১৬ জন, সদর দক্ষিণে তিনজন ও নাঙ্গলকোটে দুইজন। করোনায় কুমিল্লায় মোট ১২৮ জনের মৃত্যু হয়েছে। তবে শুক্রবার নতুন করে কারও মৃত্যু হয়নি। শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শুক্রবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৮৫৯ জনের। রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৭৭৩ জনের।

শুক্রবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন নগরীতে ১৭ জন, নাঙ্গলকোটে চারজন, চান্দিনায় সাতজন, বরুড়ায় একজন, সদর দক্ষিণে পাঁচজন, বুড়িচংয়ে দুইজন ও দেবিদ্বারে ১৩ জন।