কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অফিস রিপোর্ট
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ। কর্মসূচির মধ্যে ছিলো রাতে কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, সংক্ষিপ্ত আলোচনা ও কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। কর্মসূচির নেতেৃত্বে ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা মোঃ জালাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম সুমন,মোঃ নাজমুল হক, মো. আক্তার হোসেন, মোঃ মুরাদ,মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাকিবুল হাসান, মোঃ রবিউস সানি ও ইরফান প্রমুখ।
আলোচনা সভায় যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা ও বাংলাদেশ পেয়েছি। ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এই তাৎপর্যপূর্ণ দিনে মহানায়ক বঙ্গবন্ধুকে স্মরণ করছি। সাথে দেশের উন্নয়নের কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।