কুমিল্লা নগরীতে নৈরাজ্যবাদ বিরোধী গণ মিছিল

 

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত নৈরাজ্যবাদ বিরোধী গণ মিছিল আজ শুক্রবার বাদ জুমা কুমিল্লা টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে। মিছিল শেষে আলোচনা সভা অুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ, সহকারি সেক্রেটারি মাওলানা শরিফ আশরাফী,মাওলানা সালাউদ্দিন কিবরিয়া, সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ মুন্সী, মুফতি আবুল বাশার, মহানগর সেক্রেটারি মুফতি ইমাম হোসাইন, মহানগর সভাপতি হাফেজ মাওলানা সুলাইমান, কুমিল্লা পূর্ব জেলার সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা অলিউল্লাহ। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি শামসুল ইসলাম জিলানী, হাফেজ মাওলানা জামিল আশরাফী, হাফেজ মামুনুর রশিদ, মাওলানা মঈনুদ্দিন, মাওলানা জিয়াউদ্দিন গালিব, হাফেজ ইসমাইল, হাফেজ জসিম উদ্দিনসহ মহানগর ও জেলার নেতারা।-প্রেস বিজ্ঞপ্তি।