কুমিল্লা নগরীর তিন ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের সুজানগর,১৭ নং ওয়ার্ডের পাথুরিয়াপাড়া এবং ১৮ নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুরে গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য কাউসার জামান বাপ্পি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান ছুটি, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাউসার জামান বাপ্পি বলেন, সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা বলে আমরা বিশ^াস করি। সে নিরিখে তৃণমূলের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।