প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ১১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২২, ৩:৩৯ অপরাহ্ণ
কুমিল্লা বোর্ডে পাশের হার কমেছে ৫ শতাংশ
জিপিএ ৫ পেয়েছে ২০ হাজার
শতকরা পাশের হার ৯১ শতাংশ
আমোদ প্রতিনিধি।।
এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মোট জিপিএ পেয়েছে ১৯ হাজার ৯৯৮জন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের শতকরা পাশের হার ৯১ দশমিক ২৮। সোমবার কুমিল্লা শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মলনে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, কুমিল্লা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯শ ৯৮ জন। গেলো বছরের তুলনায় এই বোর্ডে পাশের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫। এবার এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৬ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৭০ হাজার ৪৮৪ জন। গত বছর এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৯ হাজার ৭০৪জন। পাশ করেছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। গত বছর পাশের হার ছিল ৯৬ দশমিক ২৭। অপর দিকে এ বছর পাশের হার ৯১ দশমিক ২৮।
ছেলেদের তুলনায় এবার মেয়েরা এগিয়ে। ৭৩ হাজার ৯৯৩জন ছেলে পাশ করেছে ।জিপিএ ৫পেয়েছে ৭ হাজার ৮৭৭জন ছেলে। এদিকে ৯৬হাজার ৪৯১জন মেয়ে পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১২১জন।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান বলেন, আমাদের ফলাফল বরাবরের মতই ভালো হয়েছে। তবে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। আশাবাদী মানসম্মত শিক্ষায় কুমিল্লা বোর্ড সামনে আরও এগিয়ে যাবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com