কুমিল্লা- ৫ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন নৌকার প্রার্থী

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পাচ্ছেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে তাকে একক প্রার্থী ঘোষণা করেন।
তিনি বলেন, গত ২০ জুন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ জসিম উদ্দিন তাঁর প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করেন।

 

২৩ জুন ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, শেষ দিনে জসিম উদ্দিনের আবেদন গ্রহণ করা হয়। ২৪ জুন প্রতীক বরাদ্দের দিন নৌকার প্রার্থী আবুল হাসেম খাঁনকে কুমিল্লা-৫ আসনের একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হলো। আজ (শুক্রবার) তাকে আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

আবুল হাসেম খাঁন বলেন, আগামী দিনগুলোতে তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। প্রয়াত নেতা আবদুল মতিন খসরুর কর্মময় জীবনকে অনুকরণ করে চলবেন।

প্রসঙ্গত- গত ১৪ এপ্রিল কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।