গাছ লাগানোর সময় এখন
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
আরো পড়ুন:
বৃষ্টিভেজা আষাঢ় এলো
গাছ লাগানোর সময় এলো
গাছ লাগাতে কেউ করো না ভুল।
বিশুদ্ধ অক্সিজেন পেতে হলে
বেশি করে গাছ লাগাও
করো বেশি গাছ লাগানোর আয়োজন।
ঘর- দরজা আসবাবপত্র
সবই হচ্ছে গাছের কাঠে
গাছের দেহ মুচকি হাসে
টেবিল- চেয়ার – খাটে।
নিজের গাছের ফলে পাবে
টাটকা ভিটামিন,
বিষ ঢুকানো ফল ভক্ষণে
ক্ষতি, দেহ- মনে।
ঘুর্ণিঝড় ও অনাবৃষ্টি
বাড়ছে নিত্যদিন,
পরিবেশের সুরক্ষাতে
গাছ তুলনাহীন।