প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২১, ৯:১৬ অপরাহ্ণ
 গাছ লাগানোর সময় এখন  
  
    
    
    
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
বৃষ্টিভেজা আষাঢ়  এলো
গাছ লাগানোর সময় এলো
গাছ লাগাতে কেউ করো না ভুল।
বিশুদ্ধ  অক্সিজেন পেতে হলে
বেশি করে গাছ লাগাও
করো বেশি গাছ লাগানোর আয়োজন।
ঘর- দরজা আসবাবপত্র
সবই হচ্ছে গাছের কাঠে
গাছের দেহ মুচকি হাসে
টেবিল- চেয়ার - খাটে।
নিজের  গাছের ফলে পাবে
টাটকা ভিটামিন,
বিষ ঢুকানো ফল ভক্ষণে
ক্ষতি,  দেহ- মনে।
ঘুর্ণিঝড় ও অনাবৃষ্টি
বাড়ছে নিত্যদিন,
পরিবেশের সুরক্ষাতে
গাছ তুলনাহীন।
 
 
    
    
         
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
        
        
             www.amodbd.com