গ্রামে ৫২ জিপিএ-৫ প্রাপ্তকে সংবর্ধনা

 

প্রতিনিধি।।
শিক্ষা মানুষের মন ও মস্তিষ্ককে বদলে দিতে পারে। মানুষের ইচ্ছা থাকলে ফলাফল নয় নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে সমাজে আলো ছড়ানো সম্ভব। আজকের সমাজে শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত মানুষেরই মূল্যায়ন বেশি। এই প্রজন্মের শিক্ষার্থীরা চাইলে চতুর্থ শিল্পবিপ্লবের সময় এদেশকে এগিয়ে নিতে সহযোগিতা করতে পারে। তবে সবার আগে প্রয়োজন সুশিক্ষা। কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। লাকসাম উপজেলার পাশাপুর তরুণ সংঘের উদ্যোগে এক ইউনিয়নের ৫২ জন জিপিএ-৫ প্রাপ্তকে সংবর্ধনা দেয়া হয়। তারা সবাই এবারের এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত।

বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন পাশাপুর মহিলা দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন,
বিশিষ্ট ইসলামিক স্কলার মাও.শাহ মো. শফিকুর রহমান। এসময় পাশাপুর তরুণ সংঘ সংগঠনের সভাপতি আদনান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম, কবি ও গবেষক ইমরান মাহফুজ, রাজনীতিবিদ ও সমাজ সেবক তরিকুল ইসলাম মনা, আর্জেন্টিনা প্রবাসী আবদুল রহিম। এসময় উপস্থিত ছিলেন, পাশাপুর তরুণ সংঘ সংগঠনের মো. সাগর, মাসুম, কাউসার আলম,সালমান হোসেন,হাবিবুর রহমান, সবুজ, মাওলা রাফি,আসাদুজ্জামান, সাব্বির, বাদশাহ ও নাদিম আহমেদ প্রমুখ।

জানা গেছে, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের আবুল কালাম স্কুল এন্ড কলেজ, পাশাপুর মহিলা দাখিল মাদ্রাসা, মুদাফরগঞ্জ স্কুল এন্ড কলেজ, আজহারুল উলুম ফাজিল মাদ্রাসা, আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও মাদ্রাসাতুল নুর আনছারিয়া কমপ্লেক্সেসহ ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত ৫২জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।