প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২০, ৫:৩৯ অপরাহ্ণ
চাঁদপুর বিচার বিভাগের ৬ কমকতা-কর্মচারী করোনামুক্ত
চৌধুরী ইয়াসিন ইকরাম , চাঁদপুর ।।
বিচার বিভাগের ৬ কমকতা-কর্মচারী করোনামুক্ত। এরা সকলেই বর্তমানে সুস্থ্য হয়ে এখন তাদের দায়িত্ব পালন করছেন।
[caption id="attachment_1164" align="aligncenter" width="1015"] বিজ্ঞাপন[/caption]
চীফ জুডিশিয়াল আদালত সূত্রে জানা যায়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুরের প্রশাসনিক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মাছুম বিল্লাহ, নাজির মোঃ ফখরুদ্দিন স্বপন, বেঞ্চ সহকারী মঞ্জুর ইসলাম তালুকদার, প্রসেস সার্ভার মোঃ সাইফুল ইসলাম, অফিস সহায়ক মুহাম্মদ আবদুল হান্নান ঢালী এবং জেলা ও দায়রা জজের ড্রাইভার মোঃ বাবুল হাওলাদারের করোনা ভাইরাসের ফলাফল নেগেটিভ এসেছে।
গত ২৯শে জুন প্রথম স্যাম্পল নেওয়া হলে প্রথম ধাপে এদের সকলের করোনা পজেটিভ আসে। এরপর ২য় ধাপেও গত ২২শে জুলাই ও এদের করোনা পজেটিভ এসেছিলো। তবে গত ৬ই আগষ্ট বৃহস্পতিবার ৩য় ধাপে এদের প্রত্যেকের করোনা রিপোর্টের ফলাফল নেগেটিভ এসেছে।
[caption id="attachment_1154" align="aligncenter" width="1015"] বিজ্ঞাপন[/caption]
১০ই আগষ্ট সোমবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুরের প্রশাসনিক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মাছুম বিল্লাহ, নাজির ফখরুদ্দীন স্বপন ও প্রসেস সাভায়ার সাইফুল ইসলামের সাথে আলাপকালে তারা জানায়, বিচার বিভাগ চাঁদপুর এর আমাদের সকলের অভিভাবক জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান স্যার,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম স্যার, চাঁদপুরের সাবেক মাননীয় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্তমানে ফেণীর মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম স্যার, মোঃ হাসান জামান স্যার, মোঃ কামাল হোসাইন স্যার, মোহাম্মদ কফিলউদ্দিন স্যার, কার্তিক চন্দ্র ঘোষ স্যার, শেখ সাদী রহমান স্যারসহ জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, পরিবারের সদস্যবৃন্দ, আত্নীয়স্বজন, বন্ধুমহলসহ পুরো সময়টায় যারা পাশে ছিলেন।
[caption id="attachment_1148" align="aligncenter" width="1546"] বিজ্ঞাপন[/caption]
এই খবর শুনে দোয়া করেছেন বা অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজখবর নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com