চাঁদাবাজি বন্ধের দাবিতে গোমতী পাড়ে প্রতিবাদ সমাবেশ

 

অফিস রিপোর্টার।।

চাঁদাবাজি বন্ধের দাবিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পাশের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাল্কহেড জাহাজ মালিক সমিতির নেতা ও সদস্যরা প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার কুমিল্লার দাউদকান্দি গোমতী ব্রিজ সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান টিপু, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সহ-সভাপতি নাজমুল সরকার, কবির খন্দকার, কার্যকরী সদস্য মনির হোসেন,হেলাল উদ্দিন, গজারিয়া জাহাজ মালিক সমিতির সভাপতি মাহবুব হোসেন মোল্লা,সহ-সভাপতি মো.দেলোয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক মুন্সী প্রমুখ।

গিয়াস উদ্দিন মিয়া নামের এক শ্রমিক জানান, আমরা বালুবোঝাই জাহাজ নিয়ে গৌরীপুরের জিয়ারকান্দি ও চারপাড়া নামক এলাকায় পৌঁছলে সন্ত্রাসী বাহিনী ২শ’ থেকে শুরু করে ৫ শ’ টাকা পর্যন্ত চাঁদা নেয়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা আমাদের মারধর করে সব ছিনিয়ে নিয়ে যায়।

মালিক সমিতির সভাপতি মেহেদী হাসান টিপু জানান, আমরা এই নৌরুটে প্রতিদিন ৪০/ ৫০ টি জাহাজ বালু নিয়ে থাকি। জাহাজ থেকে প্রতিদিন জোরপূর্বক চাঁদা আদায় করে চাঁদাবাজরা। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি, এসব চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য।