চৌদ্দগ্রাম ওয়ার্ডে আলোচনায় ভার্ড কামাল
আরো পড়ুন:
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন। গত ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো চৌদ্দগ্রাম ওয়ার্ডেও শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
এ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজ সেবক এমরানুল হক কামাল প্রকাশ (ভার্ড কামাল)। ছাত্রজীবন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত । এরই মধ্যে তাঁকে নিয়ে স্থানীয় আ’লীগের নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা।
এমরানুল হক কামাল বলেন, ছোটবেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে আমি জড়িত। নিজ উপজেলাতে অনেক প্রতিষ্ঠান স্থাপন করেছি।প্রতি বছর নিজ অর্থায়নে অসংখ্য অসচ্ছল মানুষকে সহযোগিতা করছি। আগামীতেও করবো।কোনদিন দল থেকে কিছু চাইনি। কুমিল্লার মাটি ও মানুষের নেতা,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব ভাই ও জননেত্রী শেখ হাসিনার আর্দশ ধারণ করে রাজনীতি করেছি।
মুজিক ভাই আমার অভিভাবক। তিনি যদি আমাকে মনোনয়ন দেন তাহলে সমগ্র চৌদ্দগ্রামে মানব সেবা করবো ও জনকল্যাণমূলক কাজ করবো । আমি বিগত দিনে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে জেলায় অসংখ্য মানুষের সহযোগিতা করেছি। নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ে বিভিন্ন ইউনিয়নে সভা সমাবেশ করে আসছি। আল্লাহর রহমতে এবারে আমার প্রিয় নেতা মোঃ মুজিবুল হক ভাই যদি এ ওয়ার্ডে আমাকে মনোনয়ন দেন, তাহলে তাঁর হাতকে শক্তিশালী করার লক্ষে আমি প্রস্তুত রয়েছি।
জানা গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পর শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রাম ওয়ার্ডের সদস্য পদে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনে চৌদ্দগ্রাম ওয়ার্ডের সদস্য পদে একাধিক প্রার্থী মাঠে থাকলেও সর্বত্র আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের সন্তান এমরানুল হক কামাল। তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের সাথে কুশল বিনিময় করে ব্যস্ত সময় পার করছেন।
উল্লেখ্য ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।