চৌদ্দগ্রাম পৌরসভার ৭৭কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধি।।

inside post

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। বুধবার পৌরসভা সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত ৭৬ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ৯৬৫ টাকার বাজেট তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সেক্রেটারি মোঃ বেলাল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আলা উদ্দিন।
বাজেটে অবকাঠামো ও রাস্তা ড্রেন ব্রীজ কালভার্ট নির্মাণে ৪৯ কোটি ৫০ লক্ষ টাকা রাখা হয়েছে।

পৌরসভার শুরু থেকে এখন পর্যন্ত বর্জ্যের ভাগাড় নেই। নিজস্ব বর্জ্য ভাগাড় স্থাপনের জন্য জমি অধিগ্রহণ খাতে চলতি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি টাকা। তবে প্রতিবছরের ন্যায় এবারও পৌর পার্ক নির্মাণে বরাদ্ধ রাখা হয়েছে ১ কোটি টাকা। এক প্রশ্নের জবাবে পৌর প্রশাসক পৌর পার্ক নির্মাণে বাজেট বরাদ্দ বাস্তবায়ন চলতি অর্থবছরে দৃশ্যমান দেখা যাবে বলেন। অপরদিকে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৪ লক্ষ ৫০ হাজার। মশক নিধনেও রাখা হয়েছে ৯ লক্ষ টাকা।

আরো পড়ুন