জিতলেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক,হেরে ৩য় সাবেক অর্থমন্ত্রীর ভাই

( ছবিতে আবদুল হাই বাবলু  ও হামিদ লতিফ ভুইয়া কামাল)

প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক হামিদ লতিফ ভুইয়া কামাল। সদর দক্ষিণ উপজেলায় হেরে ৩য় হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই গোলাম সারোয়ার। বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম।
সূত্র জানায়,হামিদ লতিফ ভূইয়া কামাল আনারস প্রতীকে পেয়েছেন ৮৯হাজার ৬৯২ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এন এম মইনুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৪ ভোট।
আবদুল হাই বাবলু হেলিকপ্টার প্রতীকে ২০হাজার ৮৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন পেয়েছেন আনারস প্রতীকে ১৪হাজার ৭৯০ ভোট। ৩য় হয়েছেন গোলাম সারোয়ার। তিনি পেয়েছেন কাপ-পিরিচ প্রতীকে ১৪হাজার ৩১৪ ভোট।