প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২০, ২:৩৩ অপরাহ্ণ
ঝুম বৃষ্টি— জান্নাতুল ফেরদৌসী
বৃষ্টি ভেজা গোধূলির ব্যালকনিতে
গোলাপটার মৃদু হাসিতে
হিমেল হাওয়ার ছন্দে ছন্দে
খুঁজছি যে বিষন্ন মনে।
বসে আছি উঠনের কোনে
নীল পাঞ্জাবি পরে আসবে বলে।
হাতে কদম নিয়ে
নীল শাড়িটা পরা হয়নি বলে
আলতো করে পরিয়ে দিবে।
কপালে তাকিয়ে খুব রেগেমেগে
টিপ কই তোমার বলবে আমাকে?
বেজায় মনে বলবো ভালো লাগে না পরতে
যদি তুমি পরিয়ে দিতে।
ঠোঁটে মৃদু হাসি এঁকে
দিলাম যাও তোমায় সাজিয়ে।
হলোটা কি তোমার ভুলে গেলে?
পায়েল কই আনবে তো বলেছিলে?
হা হা চলো তবে দেই পরিয়ে।
ঝুম বৃষ্টিতে নিস্তব্ধ শহরে
হারিয়ে যাবো কোন অজানা প্রান্তরে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com