ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আরো পড়ুন:
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাক্টর চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার যুক্তিখোলা-বাঙ্গড্ডা সড়কের নশরতপুরে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক্টর মাটি নিয়ে যুক্তিখোলা এলাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ট্রাক্টরটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের চাকা স্লিপ করে পড়ে যায়। তখন চলন্ত ট্রাক্টরটির পেছনের চাকার নিচে মোটরসাইকেল চালকের মাথা পড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মরদেহটি আমরা থানায় নিয়ে এসেছি। এখনও ( শনিবার সোয়া ১টা পর্যন্ত) তার পরিচয় পাওয়া যায়নি। ট্রাক্টরটি থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।