ট্রাফিক শূন্য কুমিল্লা নগরী- যানজটের ভোগান্তি!

 

মহিউদ্দিন মোল্লা।।

আজ সোমবার কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বার উপজেলা নির্বাচন। রবিবার থেকে নির্বাচনের ডিউটি করছেন কুমিল্লা নগরীতে ট্রাফিক বিভাগে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা। এতে নগরী জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবারও ট্রাফিক পুলিশ শূন্য থাকবে নগরী। জনবল সংকটের কারণে এমন হয়েছে বলে দাবি জেলা পুলিশ সুপারের। এদিকে বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।

সূত্রমতে, সারা দেশের মতো কুমিল্লায় দফায় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে নির্বাচন পরিচালনায় সহযোগিতার জন্য পুলিশ সদস্যরা যোগ দিচ্ছেন। এতে পাঠানো হচ্ছে কুমিল্লা নগরীতে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যকেও। নগরী খালি রেখে নির্বাচনে ট্রাফিক পুলিশ পাঠানো নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নগরবাসী।

নগরী ঘুরে দেখা যায়, নগরীর কান্দিরপাড়,টমছম ব্রিজ,রাজগঞ্জ মোড়,চক বাজার কোথাও ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্বপালন করতে দেখা যায়নি। সেখানে নগরবাসীকে যানজটে আটকে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা।
বিশেষ করে টমছম ব্রিজ থেকে কান্দিরপাড় পর্যন্ত যানজট সারাদিনই লেগে ছিলো।

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন পরিচালনায় পুলিশ ফোর্স প্রয়োজন রয়েছে। তবে আনসার মোতায়েনসহ বিকল্প ব্যবস্থা করলে ভালো হতো। এতে মানষের দুর্ভোগ কম হতো।

ট্রাফিক ইন্সপেক্টর এমদাদুল হক বলেন, নগরীতে ৩০-৩৫জন পুলিশ সদস্য কাজ করতেন। সবাই নির্বাচনের ডিউটিতে গেছেন। শুধু শাসনগাছা এলাকায় দুইজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন,আমাদের জনবল সংকট রয়েছে। নির্বাচনেরও দায়িত্ব পালন করতে হচ্ছে। এসব কারণে নগরীতে ট্রাফিক পুলিশ সদস্য কম রয়েছে। আমরা সংকট সমাধানের চেষ্টা করছি।