তিতাসে নিখোঁজের চারদিন পর ঝোপে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আমোদ প্রতিবেদক।।

কুমিল্লায় নিখোঁজের চারদিন পর ছাফর আলী (৮৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ডাবুরভাঙ্গা গ্রামে একটি ঝোপ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডাবুরভাঙ্গা গ্রামের ছাফর আলী গত ১০সেপ্টেম্বর বিকালে বাসা থেকে বের হওয়ার পর বাড়িতে ফিরেনি। এসময় বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। নিহতের বড় ছেলে খোকন মিয়া নিখোঁজের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন, থানায় নিখোঁজ ডায়েরি করেন। এছাড়া এলাকায় মাইকিং করেন। এদিকে সোমবার সকালে ওই গ্রামের আবুল হোসেনের বাগান বাড়ির ঝোপ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা গিয়ে বৃদ্ধের মরদেহ শনাক্ত করেন।

বিজ্ঞাপন

তিতাস থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

বিজ্ঞাপন